টঙ্গীতে ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
বি এ রায়হান, গাজীপুর:
গাজীপুরের টঙ্গীতে সড়ক প্রশস্তকরণে বসতবাড়ীর ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
আজ ০৮ ডিসেম্বর ২০২০ইং (মঙ্গলবার) টঙ্গীর দত্তপাড়া ও বনমালা এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ভুক্তভোগী স্থানীয়রা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের নেয়া উন্নয়ন প্রকল্পে বিভিন্ন রাস্তা ২০ ফুট ও ২৫ ফুট প্রসস্তকরণে অনেকের ঘরবাড়ি ভাঙতে নির্দেশ দেয়া হয়। ইতিমধ্যে ভেঙে দেয়া হয়েছে অনেক বাড়ি। অনেকের শেষ সম্ভল এক দেড় কাঠা জমি, সবই রাস্তায় চলে যাচ্ছে। ফলে ভিটাবাড়ি হারাচ্ছেন অনেকে। মানববন্ধনে ভুক্তভোগীরা সরকারি নীতিমালা অনুযায়ী উন্নয়ন করে যথাযথ ক্ষতিপূরণ দিয়ে উন্নয়ন করার জন্য আহ্বায়ন জানান। মানবন্ধন শেষে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৮নং ওয়ার্ড কাউন্সিলরের অফিস ঘেরাও করে ঘণ্টাব্যাপী বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। পরে, ওয়ার্ড সচিবের আশ্বাসে চলে আসেন তারা।