মার্কিন অর্থনীতিতে ইতিবাচক প্রভাব করোনার টিকা প্রয়োগে
করোনাভাইরাসের টিকা প্রয়োগের অনুমোদন দেওয়ায় ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে মার্কিন অর্থনীতিতে।
অবশ্য মার্কিন অর্থনীতি গেল সেপ্টেম্বর থেকেই ইতিবাচক ইঙ্গিত দিয়ে আসছে বলেও জানিয়েছে ফেডারেল রিজার্ভ।
ফেডারেল রিজার্ভ বলছে, আগামী বছর মার্কিন অর্থনীতির প্রবৃদ্ধি হবে কমবেশি ৪.২ শতাংশ। যা আগের দেওয়া পূর্বাভাসের চেয়ে ভালো। আর বেকারত্বের বর্তমান হার ৬.৭ শতাংশ থেকে আগামী বছর নেমে আসবে ৫ শতাংশে।
ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের বর্তমান বাস্তবিক অবস্থা নাজুক থাকায় আগামী দিনগুলো সত্যিই চ্যালেঞ্জিং হবে বলে শঙ্কার কথার জানিয়েছেন ফেড চেয়ারম্যান জিরোমি পাওয়েল।
তবে করোনার ভ্যাকসিন প্রয়োগের ব্যাপকতা বাড়তে থাকায় আগামী বছরের মাঝামাঝির পরই শক্তভাবে ঘুরে দাঁড়াবে বিশ্বের শীর্ষ অর্থনীতির আর্থিক অবস্থা।
তিনি বলেন, আপনি দেখবেন যে আগামী বছরের মাঝামাঝির দিকেই মানুষজন কাজে যোগ দিতে স্বস্তি পাচ্ছেন। তারা বেশি বেশি কাজের দিকে ঝুঁকে পড়ছেন। এটার একটা ইতিবাচক প্রভাব পড়বে। এই হার ২০২১ সালের প্রথমার্ধের তুলনায় বাড়তে থাকবে।
তবে নীতি নির্ধারকদের আশা শক্তপোক্তভাবে ঘুরে দাঁড়ানোর আগে ঋণের বিপরীতে সুদহার শূন্যের কাছাকাছি রাখাসহ অন্যান্য প্রণোদনা সুবিধা অব্যাহত রাখবে মার্কিন সরকার।