মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, মহাসড়কে গাছ ফেলে অবরোধ
মাদারীপুরের ডাসারে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেছে নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে লোকজন রাস্তা অবরোধ করে। প্রায় ঘণ্টাখানেক পরে পুলিশ এসে রাস্তার উপর থেকে গাছের গুড়ি ও স্থানীয়দের সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ভাঙা ব্রিজ এলাকায় বুধবার দিবাগত রাত ১০টার দিকে বরিশালগামী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক বালিগ্রাম এলাকার কর্ণপাড়া গ্রামের লিটন হাওলাদারের ছেলে সোহান হাওলাদার (১৬) ঘটনাস্থলেই নিহত হয়।
আর মারাত্মকভাবে আহত হন একই গ্রামের মোহাম্মদ হাওলাদারের ছেলে আব্দুর রহমান ও মফেজ হাওলাদারের ছেলে সুমন। পরে তাদের দুজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে রহমান মারা যায়।
এ ঘটনায় বৃহস্পতিবার রাস্তায় গাছের গুড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী।
এতে রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এদিকে, আহত সুমন হাওলাদারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডাসার থানার ওসি মুহাম্মদ আবদুল ওহাব বলেন, বুধবার রাতে অজ্ঞাতনামা একটি ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনায় দুজন মারা যান। এ ঘটনায় সকালে স্থানীয়রা লাশ দুটির ময়নাতদন্ত না করার জন্য মহাসড়ক অবরোধ করে রাখে। আমরা খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের ও গাছের গুড়ি সরিয়ে রাস্তায় যান চলাচলের জন্য উপযুক্ত করে দেই।