উদ্বোধন হলো আন্তর্জাতিক মানের মোবাইল RT PCR (করোনা টেস্টিং) ল্যাব ।
গতকাল ২৩ ডিসেম্বর ২০২০ রাজধানির আশকোনার হাজী ক্যাম্পে উদ্বোধন হলো এশিয়ার সর্বপ্রথম BSL-2 সমৃদ্ধ ও আন্তর্জাতিক মানের মোবাইল RT PCR (করোনা টেস্টিং) ল্যাব ।
যেখানে রোগিরা নিজের অবস্থানে থেকেই নিরাপদে ও স্বাচ্ছন্দে করোনা পরীক্ষা ও অন লাইনে রিপোর্ট পাবেন।
এছাড়াও উন্নত বিশ্বের ন্যায় জরুরী প্রয়োজনে নির্দিস্ট স্হানে উপস্হিত হয়ে বা দেশের দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ও শিল্পান্চলে গিয়ে স্যাম্পল নেয়া এবং পরীক্ষা-নিরীক্ষা শেষে যথাসময়ে অনলাইনে রিপোর্ট প্রদানের সুবিধা থাকছে এই মলিক্যুলার ল্যাবে ।
অনুষ্ঠানে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার- এর স্বাস্হ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়-এর মাননীয় মন্ত্রী জাহিদ মালেক এম পি, অএ মন্ত্রনালয়ের স্বাস্হ্য সচিব আব্দুল মান্নান এবং স্বাস্হ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক (ডা:) আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম এবং স্বাস্হ্য DMFR এর ব্যাবস্হাপনা পরিচালক মো: ফাইজুর রহমান সহ গনোমাদ্ধোমকর্মীরা
সঠিক রোগ নির্ণয় এবং সুচিকিৎসার বিষয়টিকে প্রাধান্য দিয়ে ঢাকার প্রাণকেন্দ্র ধানমন্ডির সোবহান বাগের নাভানা নিউবেরী প্লেস” এর ৭ম তলায় গড়ে তোলা হয়েছে এশিয়ার সর্বপ্রথম BSL-3 সমৃদ্ধ DMFR মলিক্যুলার ল্যাব ও ডায়াগনস্টিকস, যা বেসরকারীখাতে বাংলাদেশের প্রথম।
সর্বোচ্চ গুনগতমান বজায় রেখে সঠিক রোগ নির্ণয়ে DMFR -এ রয়েছে বিশেষজ্ঞ ডাক্তার, সুদক্ষ মলিকুল্যার স্পেশালিস্ট, অভিজ্ঞ স্বাস্হ্য প্রযুক্তিবিদদের সমন্বয়ে গঠিত একটি নিবেদিত মেডিকেল দল যারা বিশ্বমানের কোয়ালিটি বজায় রাখতে অর্জিত অভিজ্ঞতা , মেধা, দক্ষতার সমন্বয়ে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত ।
DMFR ২০১৯ সালের আগস্টে শুরু হয়। স্বল্প সময়ের ব্যাবধানে DMFR আজ সঠিক ও মানসম্পন্ন রোগ নির্ণয়ে দেশের মানুষের আস্থার প্রতিক হয়ে উঠেছে ।