থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে নিরাপত্তা চাদরে ঢাকা টঙ্গী পূর্ব থানা এলাকা।
বি এ রায়হান,গাজীপুর:
টঙ্গীতে করোনা পরিস্থিতির কারণে এবারের থার্টিফার্স্ট নাইটকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ত্রিমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুর থেকে টঙ্গী পূর্ব থানা এলাকার গাজীপুরা বাঁশপট্টি, এরশাদনগর, দত্তপাড়া হিমারদিঘী, মিলগেট, টিএনটি বাজার আমতলী, ব্যংকের মাঠবস্তি, টঙ্গী নদীবন্দর, মধুমিতা আরিচপুর, মিরাশপাড়া, ও টঙ্গী বাজারসহ প্রতিটি ওয়ার্ডের অলিতে গলিতে পুলিশি টহল যোরদার সহ সাদা পোশাকে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যেরা। এছাড়াও মহাসড়কের বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, থার্টিফার্স্ট নাইটে জনসমাগম না করে নিজ নিজ অবস্থান থেকে সীমিত আকারে উদযাপন করার জন্য সকলকে অনুরোধ করা হয়েছে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে তিন স্তরের নজরদারি রাখা হয়েছে। সাদা পোশাকে নজরদারি,পোশাকধারী টহলসহ মোট চারটি ভাগে ভাগ করে থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে টঙ্গী পূর্ব থানা পুলিশ সার্বক্ষণিক তৎপর রয়েছে।