আগামী মাস ফেব্রুয়ারি থেকেই করোনার টিকা বিক্রি করতে পারে বেক্সিমকো
আগামী মাস থেকেই দেশে বেসরকারিভাবে করোনাভাইরাসের টিকা বিক্রি শুরু করতে পারে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।
বুধবার (১৩ জানুয়ারি) বেক্সিমকোর চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজার বরাত দিয়ে গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, অ্যাস্ট্রেজেনেকার ফর্মুলায় তৈরি ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ৩০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা কিনছে বেক্সিমকো।
অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রেজেনেকার এ টিকার প্রতি ডোজ ৮ ডলারে কিনছে তারা।
বাংলাদেশ সরকারের গণটিকাদান কর্মসূচির জন্য বছরের প্রথমার্ধে প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা সরবরাহ করবে বেক্সিমকো।
প্রতিবেদনে আরো বলা হয়, এ মাসের শেষ দিকেই সরকার ও বাজারে বিক্রির জন্য টিকা সরবরাহ শুরু করবে সেরাম ইনস্টিটিউট।