এপ্রিলের প্রথম দিনেই শুরু বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস
গত বছর ১ থেকে ১০ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নবম বাংলাদেশ গেমস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে আয়োজিত বাংলাদেশ গেমস নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হতে পারেনি করোনাভাইরাসের কারণে। তবে ঠিক এক বছর গেমস আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।
শনিবার কুর্মিটোলা গলফ ক্লাবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাহী কমিটির সভায় বাংলাদেশ গেমসের তারিখ চূড়ান্ত করা হয়েছে আগামী ১-১০ এপ্রিল। সভায় সভাপতিত্ব করেন বিওএ সভাপতি এবং সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিসিয়েশন(বিওএ) আয়োজিত দেশের সর্ববৃহৎ এই গেমস অনুষ্ঠিত হবে রাজধানী ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে। আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
মূলতঃ গত বছর এপ্রিল মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই গেমস। তবে বিশ্বব্যপি করোনা মহামারির কারণে তা অনর্দিষ্টকালের জন্য স্থগিত রাখতে বাধ্য হয় বিওএ। মেগা এই আসরে খেলোয়াড়, টিম অফিসিয়াল ও খেলা পরিচালনার জন্য টেকনিক্যাল অফিসিয়ালসহ আনুমানিক ৮,৫০০ জন অংশগ্রহণ করবেন।
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস ছাড়াও বিওএর সভায় আগামী ১০-১৯ সেপ্টেম্বর তুরস্কের কেনিয়া শহরে অনুষ্ঠিতব্য ৫ম ইসলামিক সলিডারিটি গেমসে অ্যাথলেটিকস্, আর্চারি, বাস্কেটবল, ফেন্সিং, ফুটবল, জিমন্যাস্টিক্স, হ্যান্ডবল, কারাতে, সুইমিং, তায়কোয়ান্দো, ভারত্তোলন, ভলিবল ও কুস্তি ডিসিপ্লিনে বাংলাদেশ দলের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এছাড়াও, ২০২২ সালে ১০-২২ সেপ্টেম্বর চায়নার হ্যাংজু শহরে অনুষ্ঠিতব্য ১৯তম এশিয়ান গেমসে সুইমিং, আর্চারি, অ্যাথলেটিকস্, বাস্কেটবল, ক্রিকেট, ফেন্সিং, ফুটবল, গলফ, জিমন্যাস্টিক্স, হকি, কাবাডি, কারাতে, ব্রিজ, রোলার স্কেটিং, শ্যূটিং, তায়কোয়ান্দো ও ভারত্তোলন ডিসিপ্লিনে বাংলাদেশ দলের অংশগ্রহণেরও সিদ্ধান্ত নেয়া হয়।