টঙ্গীতে বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ
বি এ রায়হান, গাজীপুর:
টঙ্গীতে গরীব ও দুঃস্থ বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (২০ জানুয়ারি) বিকেলে "নিজের বলার মত গল্প' নামের একটি মানবিক সংগঠনের উদ্যোগে প্রায় ২৫০ পরিবারের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ আলম অনুষ্ঠানে উপস্থিত থেকে বলেন, এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ, ভালো মনের মানুষেরাই এসব ভালো উদ্যোগ গ্রহণ করতে পারে।আমাদের জিএমপির কমিশনার খন্দকার লুৎফুর কবিরও আমাদের জবাবদিহীতার আওতায় থেকে এসব সেবামূলক কাজ সম্পাদনের জন্য সবসময়ই উৎসাহ দিয়ে থাকেন। এটি নি:সন্দহে একটি ভালো কাজ। সমাজের বিত্তবানদের এধরনের জনসেবা মূলক কাজে এগিয়ে আসা উচিৎ। আমদের সদিচ্ছাই পারে আমদের সমাজকে সুন্দর করে তুলতে।