'আমেরিকা থেকে বাংলাদেশ অনেক ভালো আছে'
আমেরিকা থেকে বাংলাদেশ অনেক ভালো আছে দাবি করে নৌ-প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, 'বর্তমানে আমেরিকার রাজধানীতে সবচয়ে বেশি সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। বিপদে আছে আমেরিকা। বাংলাদেশ কোনো বিপদে নেই। বিএনপির কথা কেউ শোনে না। একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর কারণে আমেরিকা থেকে বাংলাদেশ অনেক ভালো আছে।'
বুধবার (২০ জানুয়ারি) বিকালে সেতাবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশ কর্তৃক কভিড-১৯ ও শীত থেকে সুরক্ষার লক্ষ্যে দরিদ্র ও অসহায়দের মাঝে মাস্ক ও কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ এক সময় অন্য দেশের শীতার্ত মানুষের পাশে দাঁড়াবে উল্লেখ করে তিনি বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার মধ্যেও বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিয়েছেন। বাংলাদেশ একটা সময় সেই জায়গায় যাবে যখন অন্য দেশের শীতার্ত মানুষের পাশে দাঁড়াবে।
আমাদের দেশ ধীরে ধীরে সেই জায়গায় যাচ্ছে। শ্রীলংকায় যখন বোমা বিস্ফরণ হয় আমারা সেখানে গিয়ে দাঁড়িয়েছি। নেপালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ সময় দাঁড়িয়েছি। আমরা সোনার বাংলা বিনির্মাণ করব।'
নৌ প্রতিমন্ত্রী বলেন, করোনার মধ্যেও আমাদের বড় বড় মেগা প্রজেষ্টের কাজ চলছে। কোন কিছুতেই উন্নয়ন থেমে নেই। সবকিছু সরকারের নিয়ন্ত্রণে আছে। করোনা মহামারিতে যিনি ১৬ কোটি মানুষকে সাহসী করে তুলেছেন তিনি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাহসী নেতৃত্ব দেওয়ার কারনে প্রধানমন্ত্রীকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অভিন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে নৌ প্রতিমন্ত্রী বলেন, 'তিনি একদিকে স্বাস্থ্য সেবা নিশ্চিত করলেন। আমাদের অর্থনীতি ধরে রাখলেন। উন্নয়ন কর্মকাণ্ডও ধরে রাখলেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি।'
নৌ প্রতিমন্ত্রী আরো বলেন, এই করোনার মধ্যে যারা মাস্ক কেলেঙ্কারি করল তারা পশুর চেয়েও খারাপ। আমরা কিন্তু সেই সব ঘটনা ধামাচাপা দেই নাই। আমরা কিন্তু সাবরিনা-শাহেদকে ছাড় দেই নাই। যারাই অপরাধ করেছে। তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে।
বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু সৈয়দ হোসেনের সভাপতিত্বে মাস্ক ও কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল, সেতাবগঞ্জ পৌর সভার মেয়র মো. আব্দুস সবুর, দিনাজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জমান চৌধুরী মাইকেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলী সহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।