করোনা পরিস্থিতির মধ্যেই টাঙ্গাইলে জমে ওঠেছে কুটির শিল্প মেলা
টাঙ্গাইলে জমে ওঠেছে ক্ষুদ্র কুটির শিল্প ও পণ্য মেলা। করোনা পরিস্থিতির মধ্যেই এই মেলায় বিভিন্ন বয়সী মানুষের সমাগমে মুখরিত মেলা প্রাঙ্গণ। খুশি মেলায় আগত দর্শনার্থীরা। এদিকে মেলায় কাঙ্ক্ষিত দর্শনার্থীর আগমনে লাভের আশা কর্তৃপক্ষ ও মেলার ব্যবসায়ীদের।
নানা রকমের খাবারের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। পাশাপাশি বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলাসহ বিভিন্ন রকমের রাইড। এতে দারুণ খুশি শিশু-কিশোররা।
মেলায় দর্শনার্থীরা জানান, করোনার মধ্যে মেলা হওয়ায় আমরা খুশি। প্রায় সব ধরনের পণ্যের হাট বসেছে। বিশেষ করে শিশুরা মেলায় এস তারা অনেক খুশি।
এদিকে মেলার শুরুতেই দর্শনার্থীদের ভিড়ে, লাভের আশা করছেন ব্যবসায়ীরা।
আবদুল কাদের নামের এক ব্যবসায়ী জানান, এ বছর মেলা বেশ জমেছে। আশা করি, আমাদের ব্যবসা ভালো হবে।
মেলা প্রাঙ্গণে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান আয়োজকরা।
মেলা কর্তৃপক্ষ মো. আবদুস ছালাম বলেন, স্বাস্থ্যবিধি মেনে এবারের মেলা আয়োজন করা হয়েছে। প্রত্যেককে মাস্ক পরা নিশ্চিতে আমাদের স্বেচ্ছাসেবী কাজ করে যাচ্ছেন। মাসব্যাপী এই মেলায় ক্ষুদ্র কুটির শিল্পের প্রায় অর্ধশতাধিক স্টল রয়েছে ।