মাদকমুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার কোন বিকল্প নেই -- মামুন মন্ডল।
বি এ রায়হান, গাজীপুর:
বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল্লাহ আল মামুন মন্ডল বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। আমাদের তরুন ও যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে।
তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন তাই প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে সমাজ থেকে মাদক ব্যাবসায়ীদের উৎখাত করতে হবে। মঙ্গলবার বিকেলে নগরীর গাছা বঙ্গবন্ধু কলেজ মাঠে প্রীতি ফুটবল ম্যাচ উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় শহিদ আহসান উল্লাহ মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজক গাজীপুর জেলা তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিয়ে তরুণ প্রজন্মকে উৎসাহিত করেন আব্দুল্লাহ আল মামুন মন্ডল।