গাজীপুরে অপহরণের পাঁচদিন পর চার মাসের শিশুকে ময়মনসিংহ থেকে উদ্ধার
বি এ রায়হান, গাজীপুর:
গাজীপুর থেকে অপহরণকৃত চার মাসের শিশুকে পাঁচদিন পর মঙ্গলবার ভোরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে উদ্ধার করেছে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে- ময়মনসিংহ জেলার গৌরীপুর থাানর গোলাপপুর এলাকার খোকন মিয়ার স্ত্রী মাকসুদা আকতার খুশি (৩৫) ও তার মেয়ে মোসাঃ সামিয়া (১৪)। তারা মহানগরীর নাওজোর এলাকার জয়নাল হাজীর বাড়িতে ভাড়া থাকে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হাসান এক প্রেসব্রিফিংএ জানান, গত ১১ মার্চ সকাল সাড়ে সাতটার দিকে নাওজোর এলাকার জয়নাল ড্রাইভারের টিনশেড বাড়ীর ভাড়াটিয়া জনৈক মোঃ দেলোয়ার হোসেনের চার মাসের শিশু সন্তান জুনায়েদ কে তার কেয়ারটেকার মোছাঃ রাশিদার কাছে রেখে শিশু জুনায়েদের মা রেমা আক্তার গামেন্টসে এবং বাবা দোকানে চলে যায়। ওই দিন বিকাল তিনটার দিকে স্থানীয় জনৈক মোঃ মিলনের মোবাইল ফোনের মাধ্যমে শিশুর পিতা দেলেয়ার হোসেন জানতে পারেন যে, তার ছেলেকে কে বা কারা অপহরণ করেছে। দেলোয়ার তাৎক্ষনিক তার বাসায় এসে কেয়ারটেকার মোছাঃ রাশিদার কাছে তার ছেলের বিষয়ে জানতে চায়। জিজ্ঞাসাবাদে সে জানায় দুপুরে শিশু মোঃ জুনায়েদকে ঘরে রেখে কেক আনার জন্য পার্শ্ববর্তী দোকানে যায়। ফিরে এসে সে শিশু জুনায়েদকে দেখিতে পায়নি। এ ঘটনায় শিশুটির পিতা দেলোয়ার হোসেন বাসন থানায় অপহরণ মামলা দায়ের করেন। বাসন থানার পরিদর্শক (তদন্ত) শেখ মিজানুর রহমান ঘটনার তদন্ত শুরু করেন। পরে প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর এলাকাসহ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন দরুন বড়বাগ প্রত্যন্ত দূর্ঘম এলাকা থেকে শিশু জুনায়েদকে উদ্ধার করা হয়। এ সময় ওই দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।