টঙ্গীতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু
বি এ রায়হান, গাজীপুর:
গাজীপুরের টঙ্গীতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জেসমিন আক্তার (২৬) নামে এক নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকেল চালক নিহতের স্বামী মোঃ সফি আহত হয়েছেন।
মঙ্গলবার ৩০ মার্চ রাত ৮ টার দিকে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকায় নিটল টাটা মোটরস এর সামনে এই ঘটনা ঘটে।
নিহত জেসমিন টঙ্গীর দত্তপাড়া হাজী মার্কেট এলাকায় ভাড়া বাসা থাকতেন। আহত মোঃ সফি নারায়ণগঞ্জের মদনপুর থানার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি রাজধানীর খিলক্ষেতে বাংলাদেশ নৌবাহিনীর বানৌজা শেখ মুজিব ঘাঁটিতে কর্মরত আছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মোঃ সফি ও তার স্ত্রী মোটরসাইকেল যোগে দত্তপাড়া থেকে টঙ্গী বাজার যাওয়ার পথে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের মিলগেট এলাকায় নিটল টাটা মোটরস সামনে দিয়ে যাওয়ার সময় পিছন থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক মোটরসাইকেলকে সজোড়ে ধাক্কা দিলে জেসমিন মোটরসাইকেল থেকে পরে গিয়ে ট্রাকের চাকার নিচে পড়ে গেলে ঘাতক ট্রাকটি তাকে পিষ্ট করে দ্রুত পালিয়ে যায়।
এসময় নিহত জেসমিনের শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।
টঙ্গী পূর্ব থানা উপ পরিদর্শক মোঃ জিয়াউর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন আছে। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।