জলাবদ্ধতায় টঙ্গী পূর্ব থানা ব্যাহত নাগরিক সেবা
বি এ রায়হান, গাজীপুর:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সবচেয়ে ব্যাস্ততম থানাগুলোর অন্যতম টঙ্গী পূর্ব থানা। শ্রমিক অধ্যুষিত এলাকা হওয়ায় সকাল থেকে মধ্যরাত পর্যন্ত এই থানার কর্মব্যস্ততার অন্ত নেই।
গত দুইদিন যাবৎ থানার মূল ফটক থেকে টঙ্গী কালীগঞ্জ সংযোগ সড়কটির বেশির ভাগ অংশ ড্রেনের ময়লা দূর্গন্ধযুক্ত পানিতে তলিয়ে আছে। জরুরী সেবা প্রত্যাশী মানুষ থানায় প্রবেশ করতে হলে পোহাতে হচ্ছে সীমাহীন দূর্ভোগ। এমনকি এলাকার সাধারন মুসল্লিরাও থানা মসজিদে প্রবেশ করতে পারছেন না। ক্ষতির মূখে পড়েছেন স্থানীয় ব্যাবসায়ীরা।
থানায় সেবা নিতে আসা এক ভুক্তভোগী জানান, অনেকক্ষণ চেষ্টা করেও ময়লা পানির কারণে থানায় প্রবেশ করতে পারছিনা। থানার রাস্তা এমন হলে সাধারন মানুষতো থানায় আসতে পারবে না।
থানা মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লি সেলিম হোসেন জানান, ময়লা দূর্গন্ধযুক্ত পানির কারনে মসজিদে নামাজ পড়তে পারছেন না সাধারন মুসল্লিরা।
স্থানীয় ব্যাবসায়ী শহিদুল ইসলাম জানান, কিছুদিন পরপরই এই এলাকাটি পানিতে তলিয়ে যায়, সুয়ারেজ ও ড্রেনের দূর্গন্ধযুক্ত পানি হওয়ায় এখানে বসে ব্যাবসা করা কঠিন হয়ে পড়েছে। তাছাড়া কোন কাষ্টমার এসে দূর্গন্ধের কারনে বসতে পারে না।
স্থানীয় কাউন্সিলর মোঃ আবুল হাসেম জানান মহাসড়কে ড্রেনের কাজ চলার কারণে মাঝে মাঝে সাময়িক অসুবিধা হচ্ছে সম্প্রতি ডেসকোর কাজ চলাকালীন সময় ড্রেনের পানি চলাচল বন্ধ করাতে এই দূর্ভোগ সৃষ্টি হয়েছে আমরা খুব দ্রুত সমাধানের চেষ্টা করছি।
এবিষয়ে কথা হলে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোঃ জাবেদ মাসুদ জানান, আমরা ইতিমধ্যে সিটি কর্পোরেশনকে বিষয়টি জানিয়েছি তারা আমাদের আশ্বস্ত করেছেন দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসনে কার্যকরী প্রদক্ষেপ গ্রহন করা হবে।