টঙ্গীতে মার্কেট খুলে দেওয়ার দাবিতে ব্যবসায়ী সংগঠনের অবস্থান কর্মসূচি
বি এ রায়হান, গাজীপুর:
গাজীপুরের টঙ্গীতে স্বাস্থ্যবিধি মেনে মার্কেট খোলা রাখার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে গাজীপুর মহানগর ব্যবসায়ী সংগঠন।
সোমবার (৫ এপ্রিল ২০২১) বিকালে টঙ্গী বাজারের প্রগতি প্লাজার সামনে এ অবস্থান কর্মসূচি পালন করে মহানগরসহ টঙ্গী বাজারের বিভিন্ন ব্যবসায়িক সংগঠন।
ব্যবসায়ীদের দাবি, দেশে করোনা পরিস্থিতি বিবেচনা করে আমার স্বাস্থ্যবিধি মেনে দিনের একটি নির্দিষ্ট সময় মার্কেট খোলা রাখতে চাই। ব্যাবসা বন্ধ হলে আমরা পরিবার নিয়ে পথে বসে যাব এই সময়ে যদি বই মেলা খোলা রেখে লকডাউন দেওয়া হয় তাহলে আমাদের আমাদের ব্যবসা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে না কেন? এমন প্রশ্ন রাখেন তারা।
ব্যবসায়ীরা আরো বলেন, আমরা সারা বছর যে পরিমাণ কেনাবেঁচা করি তার অর্ধেকই দুই ঈদে করে থাকি কিন্তু গত বছর আমাদের ব্যবসায় অনেক ক্ষতি হয়েছে। প্রায় দুই মাস ব্যাবসা বন্ধ রাখতে হয়েছে। এ বছর একটু লাভের আশায় এবং গত বছরের ক্ষতি পুষিয়ে উঠার জন্য ব্যাংক থেকে ঋণ করে আমার বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন ধরণের পণ্য মজুত করি। সরকার হঠাৎ করেই লকডাউন দিয়েছেন। এতে যদি আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকে তাহলে ব্যাংকের ঋণ, কর্মচারীদের বেতন, দোকন ভাড়া ও বিদ্যুৎ বিল প্ররিশোধ করা কঠিন হয়ে পড়বে। তাই আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই আমাদের ব্যবসায়ীদের কথা চিন্তা করে স্বাস্থ্যবিধি মেনে একটি নির্দিষ্ট সময় যেন মার্কেট খোলা রাখার ব্যবস্থা করা হয়।
উক্ত অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর ব্যবসায়ী সংগঠনের সিনিয়র সহসভাপতি মো. হাবিবুর রহমান, টঙ্গী বাজার ব্যবসায়ী সংহঠনের সাধারণ সম্পাদক মো. নাসির মিয়া, প্রগতি প্লাজার সহসভাপতি মো. ফারুক মিয়া, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, নবীন প্লাজার সভাপতি জাহাঙ্গীর আলম. সোনালী মার্কেটের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ।