টঙ্গীতে গরীব অসহায় ও দুস্থদের মাঝে খাবার সামগ্রী বিতরণ
বি এ রায়হান, গাজীপুর:
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী ও বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টার এম.পি-কে মুজিবশতবর্ষে, স্বাধীনতার সবর্ণজয়ন্তীতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা “স্বাধীনতার পদক”২০২১ প্রদান করায় গরীব অসহায় ও দুস্থদের মাঝে খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে টঙ্গীর কাঠালদিয়া সাবেক ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম মিয়ার বাসায় প্রায় ৭’শত অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, পিয়াজসহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও নগত অর্থ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম মিয়া, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি নূর মোহাম্মদ মামুন।
এসময় স্বেচ্ছাসেবক লীগের নূর মোহাম্মদ মামুন বলেন, প্রত্যেককে সামাজিক দূরত বজায় রেখে আমরা রোজার এক সপ্তাহ আগমুহুত প্রত্যেকটি পরিবারের অসহায়, গরীব, ভ্যানচালাক, দিন মুজুর, রিক্সাওয়ালা মাঝে খাবার সামগ্রী বিতরন করতে পেরে খুবই আনন্দিত। ১৪এপ্রিল সারা বাংলাদেশ ১ সাপ্তাহের জন্য লকডাউন ঘোষনা করেছে সরকার। সেই লকডাউন এর চিন্তা মাথায় নিয়ে আমরা যেমন অসহাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমাদেও মত গাজীপুরের প্রত্যেকটি ওয়ার্ডে বিত্তশালীরা যদি সরকার ঘোষিত এই লকডাউনে অহসাদের পাশে খাদ্য সমগ্রী বিতরন করে, তাহলে সাধারণ গরীব অসহায় মানুষ খাদ্য সংকটে পড়বেনা।