গাজীপুরে করোনায় ঝড়ে গেল আরও চারটি প্রান
বি এ রায়হান, গাজীপুর:
গাজীপুরে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় ৬৯ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। এ নিয়ে গাজীপুরে করোনায় মারা গেলেন মোট ১৬২ জন ও আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ২৮০ জনে।
শনিবার (১৭ই এপ্রিল) গাজীপুর সিভিল সার্জন ডা. মো. খাইরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় ২৮৭ জনের দেহে নমুনা পরীক্ষায় ৬৯ জনের করোনা শনাক্ত করা হয়। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় কালীগঞ্জ উপজেলায় একজন ও গাজীপুর সদরে ৬৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এছাড়া এ পর্যন্ত কালীগঞ্জ উপজেলায় ৭২৫ জন, কালিয়াকৈরে ৯২৪ জন, কাপাসিয়ায় ৬১৫, শ্রীপুরে ৮৭৭ জন ও গাজীপুর সদরে ৬ হাজার ১৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ হাজার ২৮০ জন।