অবশেষে প্রতারক মিজান উকিল গ্রেফতার
বি এ রায়হান: সংঘবদ্ধ প্রতারক চক্রের মূল হোতা মিজানুর রহমান ওরফে মিজান উকিলেকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। শুক্রবার রাতে উত্তরার জমজম টাওয়ার এলাকা থেকে মিজান কে গ্রেফতার করা হয় উত্তরা পশ্চিম থানার উপ পরিদর্শক মোঃ শাহিন মোল্লা জানান, আসামি মিজান উকিল একজন পেশাদার প্রতারক। সে বিভিন্ন মানুষকে চাকরি দেওয়া, টাওয়ার নির্মাণ, স্টক লটের ব্যবসা, ফ্ল্যাট ব্যবসা, বিদেশ নেওয়ার কথা বলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সুকৌশলে তাদের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। আসামি মিজান উকিল সব সময় ছদ্দ নাম ব্যবহার করত। মতিউর রহমান এলাইস ডাক্তার শফিকুল ইসলাম নামে সে বেশি পরিচিত ছিল। সম্প্রতি ২ লক্ষ পিস গার্মেন্টস এক্সোসরিজ বিক্রি করার কথা বলে ৪৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার একটা মামলায় তদন্তকালে এসব তথ্য বেরিয়ে আসে। এরপর আধুনিক তথ্য প্রযুক্তির সাহায্যে তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরন করে সাতদিনের রিমান্ড চাইলে বিজ্ঞ আদালত চার দিনের রিমান্ড মন্জুর করেন। গ্রেফতারকৃত মিজান উকিলের বিরুদ্ধে মিরপুর, দারুসসালাম, উত্তরা পশ্চিম, ভোলা সদরসহ বিভিন্ন থানায় ৫ টি প্রতারণা মামলা একাধিক অভিযোগ রয়েছে। উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ আক্তারুজ্জামান ইলিয়াস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।