শেরপুরের নকলায় জলাতঙ্ক নির্মূলের লক্ষ্যে অবহিতকরণ সভা অনুষ্ঠিত
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি: জলাতঙ্ক নির্মূলে কুকুরকে টিকা দান (এমডিভি) কার্যক্রম এর উপর একদিনের এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। শেরপুরের নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে বুধবার উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল আহাদ,গৌড়দ্বার ইউপি চেয়ারম্যান শওকত হোসেন খান মুকুল বক্তব্য রাখেন। এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. ফরিদা ইয়াসমিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. একেএম নাজমুস সাকিব, সহকারী সার্জন ডা. তানজিনা মাহবুব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নকলা ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান সুজা, উরফা ইউপি চেয়ারম্যান রেজাউল হক হীরা, গনপদ্দী ইউপি চেয়ারম্যান শামছুর রহমান আবুল, নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।