বাজেটে ভাতা বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের
আগামী ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। বর্তমানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাবদ প্রদান করা হচ্ছে ১২ হাজার টাকা করে। চলতি বছর ফেব্রুয়ারিতে মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজার টাকা করা হবে এমন ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রস্তাবিত এই সিদ্ধান্ত চলতি বছর ১ জুলাই থেকে বাস্তবায়ন করা হবে বলেও অর্থমন্ত্রণালয় সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে উত্থাপিত আগামী অর্থবছরে (২০২১-২২) প্রস্তাবিত বাজেটে খাতে বরাদ্দ রাখার কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা আগামী অর্থবছরে ১২ হাজার টাকা থেকে ২০ হাজার টাকায় উন্নীত করা হচ্ছে। এতে বরাদ্দ বাড়বে ১ হাজার ৯২০ কোটি টাকা। অর্থমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সংবলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম তৈরি করে জিটুপি (সরকার থেকে জনগণ) প্রক্রিয়ায় সম্মানী ও অন্যান্য ভাতা বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি ভাতাভোগীর ব্যাংক হিসাবে যাচ্ছে। গত ১৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রম উদ্বোধন করেছিলেন। এছাড়া বীর মুক্তিযোদ্ধাদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে তাদের জন্য ৪ হাজার ১২২ কোটি টাকা ব্যয়ে ৩০ হাজার ‘বীর নিবাস’ নির্মাণ প্রকল্পের কাজও শুরু হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে দেশের প্রতিটি জেলা–উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের কাজও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।