গাজীপুরে শিশু অপহরনের একদিন পর উদ্ধার, স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৩
বি এ রায়হান, গাজীপুর: গাজীপুর মহানগরের লক্ষীপুরা এলাকা থেকে শিশু অপহরণের ১ দিন পর টাঙ্গাইল থেকে উদ্ধার করেছে পুলিশ, স্বামী-স্ত্রীসহ ৩ জন গ্রেফতার। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী-স্ত্রীসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া শিশুর রুবায়েত হোসেন (০৫) গাজীপুর মেট্টোপলিটন সদর থানার লক্ষীপুরা এলাকার রুবেল মিয়ার ছেলে। গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে, পঞ্চগড়ের বোদা থানার পাঁচপীর এলাকার মৃত আবুল কাশেমের ছেলে আনিছুর রহমান(৩৮) ও তার স্ত্রী মোসাঃ রোকছানা আক্তার ওরফে নাসরিন ওরফে বৃষ্টি (৩৫) । তারা গাজীপুর মহানগরের টঙ্গী পাশ্চিম থানাধীন মুদাফা পূর্ব পাড়ায় খোরশেদের বাড়ীতে ভাড়া থাকতো । টাঙ্গাইলের ঘাটাইল থানার ঘাটাইল উত্তর পাড়ার মৃদ আমজাদ হোসেনের ছেলে মোঃ বেলায়েত হোসেন মন্নু (৫৮)। অপহরণের পর মন্নুর হেফাজতে শিশুটিকে রাখা হয়েছিল। গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপ -কমিশনার (অপরাধ উত্তর) জাকির হাসান জানান, গেল ৪ জুন সকাল ১০টার দিকে শিশু রুবায়েত হোসেন মেট্রো সদর থানাধীন লক্ষীপুরা এলাকায় ফুপি আখির (০৮) সাথে খেলাধূলা করছিল। এসময় রুবায়েতের দাদার পূর্ব পরিচিত এবং তার বাড়ির সাবেক ভাড়াটিয়া গ্রেফতারকৃত বৃষ্টি আক্তার সেখানে আসে। বৃষ্টি আক্তার শিশু রুবায়েতের দাদীর সাথে কিছু সময় গল্প গুজব করে । এক পর্যায়ে রুবায়েত ও আখিকে মজা কিনে দেওয়ার কথা বলে তাদের বাসা থেকে সকাল অনুমান ১১টার দিকে সদর থানাধীন তিন সড়ক এলাকায় নিয়ে যায়। সেখানে আসার পর বৃষ্টি আক্তার কৌশলে তিনটি আইসক্রীম কিনে রুবায়েতের ফুপু আখির মাধ্যমে বাসায় পাঠিয়ে দেয় । আইসক্রিম নিয়ে রুবায়েতকে রেখে রুবায়েতের ফুপু আখি বাসায় চলে আসে। এ সুযোগে বৃষ্টি আক্তার ও তার স্বামী মিলে পুর্ব পরিকল্পনা অনুযায়ী রুবায়েতকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে অনেক খুঁজেও নাতীকে না পেয়ে রুবায়েতের দাদা মো: গেন্দা মিয়া বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে জিএমপি সদর থানায় মামলা দায়ের করেন।