গাজীপুরে চলছে ঢিলাঢালা লকডাউন; যানজটে নাখাল জনজীবন
বি এ রায়হান, গাজীপুর: করোনা সংক্রমণ ঠেকাতে শিল্প নগরী গাজীপুরে ঢিলাঢালা ভাবে চলছে সরকার ঘোষিত লকডাউন। বেশিরভাগ স্থানে মানা হচ্ছেনা সাস্থ্যবিধি। গনপরিবহন না থাকলেও কমছেনা মহাসড়কের যানজট। খোলা রয়েছে বেশিরভাগ দোকানপাট। সরজমিনে ঘুরে দেখা যায় নগরীর চান্দরা, কোনাবাড়ি, চান্দনা চৌরাস্তা, বোর্ড বাজার, গাজীপুরা, টঙ্গী বাজার সহ বিভিন্নস্থানে স্বাস্থ্য বিধি না মেনে অবাধে চলাফেরা করছে সাধারণ মানুষ বেশীর ভাগ মানুষের মূখে নেই মাস্ক মানছেন সামাজিক দুরত্ব। সকাল ছয়টা থেকে শুরু হওয়া লকডাউনে গাজীপুরে প্রবেশের সবকয়টি রাস্তায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। খানাখন্দে ভরা মহাসড়কের বিভিন্নস্থানে চেকপোস্ট থাকায় মহাসড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। গণপরিবহন বন্ধ থাকলেও জেলাজুড়ে অটােরিকশা, ইজিবাইক ও সিএনজি চলতে দেখা গেছে। গাজীপুরের শিল্প কারখানাগুলাে খােলা থাকায় সকালে সড়কে শ্রমিকদের চলাচল দেখা গেছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় শ্রমিকদের পায়ে হেঁটে কর্মস্থলে যেতে হয়। কিছু প্রতিষ্ঠান তাদের নিজস্ব পরিবহনের মাধ্যম শ্রমিকদের আসা-যাওয়ার ব্যবস্থা করলেও বেশিরভাগ প্রতিষ্ঠানে কোন শ্রমিক পরিবহন ব্যাবস্থা পরিলক্ষিত হয়নি। কঠাের লকডাউনেকে কেন্দ্র করে বিশেষ প্রস্ততি গ্রহণ করেছে গাজীপুর জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস। পৃথক প্রস্তুতি সম্পন করেছে জেলা ও মেট্রোপলিটন পুলিশ। টঙ্গী রেল জংশনের ষ্টেশন মাষ্টার মাে. হালিমুজ্জামান জানান, লকডাউনের কারণ মঙ্গলবার সকাল থেকে গাজীপুরের জয়দেবপুর ও টঙ্গী রেল ষ্টেশনে কােন ট্রেন থামেনি। এছাড়াও বন্ধ রয়েছে গাজীপুর থেকে কমলাপুর রুটে চলাচল করা তুরাগ ডেমাে ও কালিয়াকৈর কমিউটার ট্রেন। অনেক যাত্রী ষ্টেশনে এসে ট্রেন না পেয়ে ফিরে গেছে বলে জানান তিনি। লকডাউন পরিস্থিতি পর্যবক্ষণ শেষে গাজীপুর মেট্রােপলিটন পুলিশের উপ-কমিশনার মােহাম্মদ ইলতুৎ মিশ বলেন, মঙ্গলবার থেকে গাজীপুরে ৯দিনের কঠাের লকডাউন শুরু হয়েছে। সে লক্ষ্যে গাজীপুর মেট্রােপলিটন পুলিশ শহরের প্রবেশদ্বারগুলােতে চেকপােষ্ট বসিয়ে যান চলাচল ও সাধারণ মানুষর চলাচল নিয়ন্ত্রণ করছে। ঢাকা থেকে আসা এবং ঢাকায় ঢুকার সময় পুলিশের চেকপােষ্টে পড়তেই হবে। সকল প্রকার গণ পরিবহন বন্ধ রয়েছে। গাজীপুর জেলা সিভিল সার্জন ডা: খাইরুজ্জামান বলেন, এখন পর্যন্ত গাজীপুরে করানার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়নি। রাজশাহী, চাপাইনবাবগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে আম নিয়ে আসা আড়তদার ও ব্যবসায়ীদের গাজীপুরের প্রবশপথগুলাতে করােনার নমুনা সংগ্রহ করা হচ্ছে। উল্লখ্য, সােমবার (২১ জুন) বিকল মন্ত্রীপরিষদ সচিব গাজীপুরসহ ৭ জেলায় ২২ জুন সকাল ৬টা থেকে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত কঠাের বিধিনিষধ জারি করেন।