কাশিমপুর থানার উদ্যোগে অগ্নি নির্বাপন প্রশিক্ষণ কর্মশালা।
বি এ রায়হান, গাজীপুর: গাজীপুর মেট্রোপলিটনের কাশিমপুর থানার উদ্যোগে অগ্নি নির্বাপন বিষয়ক সংক্ষিপ্ত প্রশিক্ষণ ও অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৬ জুন সকালে কাশিমপুর থানা প্রাঙ্গনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন কাশিমপুর থানা এলাকার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের অগ্নি নির্বাপন কর্মীগন। এসময় উপস্থিত ছিলেন কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুবে খোদা, কাশিমপুর মিনি ফায়ারস্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর মিরাজুল ইসলাম, ডিবিএল গ্রুপের ফায়ার সেফটি ব্যবস্থাপক মোঃ আবু ইউসুফ, জিএমএস নীট কম্পোজিট লিঃ এর ফায়ার সেফটি বিভাগের সহ ব্যবস্থাপক মোঃ খালিদ হাসান। উক্ত কর্মশালায় বক্তারা আকস্মিক অগ্নিকান্ড মোকাবেলায় বিভিন্ন করনীয় বিষয় সর্ম্পকে আলোচনা করেন। এসময় তারা হাতের কাছে থাকা সরঞ্জাম দিয়ে অগ্নিকান্ড মোকাবেলা এবং ফায়ার স্ট্যাংগুইসার ব্যবহারের নিয়ম এবং হাতে-কলমে ব্যবহারের উপর প্রথমিক প্রশিক্ষণ দেন। অংশগ্রহণকারী সদস্যগণ আগ্রহ সহকারে হাতে কলমে অগ্নিকান্ড মোকাবেলা সংক্রান্তে বিভিন্ন বিষয়ে শিক্ষা গ্রহণ করেন এবং তারা আকস্মিক অগ্নিকান্ড মোকাবেলার প্রত্যয় ব্যক্ত করেন। কর্মশালায় কাশিমপুর থানা পুলিশের অফিসার ও সদস্যগন অংশগ্রহণ করেন।