পোশাক-শিল্প চালু রাখতে চান মালিকরা
করোনার সংক্রমণ রোধে সরকারের যে কোনো কঠোর সিদ্ধান্ত মানতে প্রস্তুত তৈরি পোশাক শিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। তবে, স্বাস্থ্যবিধি মেনে কারখানা চালু রাখতে চান উদ্যোক্তারা। শনিবার (২৬ জুন) বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় এ কথা জানান বিকেএমইএ'র ১ম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম। এর পক্ষে যুক্তি তুলে ধরে তিনি জানান, সামনে ঈদ। ঈদের সময় শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার চাপ থাকে। উৎপাদন বন্ধ থাকলে এই চাপ সামাল দেওয়া সম্ভব হবে না বলে মনে করেন তিনি। এছাড়া, বর্তমানে নতুন করে ক্রয়াদেশ আসছে। এই মুহূর্তে কারখানা বন্ধ থাকলে ক্রেতারা অন্য দেশে চলে যেতে পারে। তাই স্বাস্থ্যবিধি মেনে কারখানা চালু রাখা যৌক্তিক সিদ্ধান্ত হবে বলে তার মত। কারখানা চালু থাকলে সংক্রমণ ঝুঁকি অনেকটা কম বলেও দাবি করেন এই ব্যবসায়ী নেতা। এ প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকরা যতক্ষণ উৎপাদনের সঙ্গে জড়িত থাকবে ততক্ষণ তারা সংক্রমণের ঝুঁকিমুক্ত থাকবে। কারণ, কারখানায় স্বাস্থ্যবিধি মেনে চলা হয়। বরং কারখানা বন্ধ ঘোষণা করলে শ্রমিকরা গ্রামে বাড়ি চলে যেতে পারে বা অন্য কোথাও চলে যেতে পারে। শ্রমিকরা এভাবে ছড়িয়ে-ছিটিয়ে পড়লে করোনার সংক্রমণ ঝুঁকি বাড়বে। তাই দেশেব্যাপী আগামী সোমবার থেকে শুরু হতে যাওযা কঠোর লকডাউনের মধ্যেও স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে পোশাক কারখানা চালু রাখার পক্ষে তাদের অবস্থান।