গাজীপুরে কারখানার বিরুদ্ধে গ্যাস চুরির অভিযোগ, আটক-২
বি এ রায়হান, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় একটি পোশাক কারখানার বিরুদ্ধে সোয়া ৪ কোটি টাকা মূল্যের গ্যাস চুরির অভিযোগ। বুধবার (৩০ জুন) দুপুরে ওই কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। পরে কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজারসহ দুইজনকে আটক করা হয়েছে। এলাকাবাসী ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার আয়মন টেক্সটাইল এন্ড হোসিয়ারী লিমিটেড পোশাক কারখানার বিল বকেয়া থাকায় প্রায় সাড়ে ৩ বছর আগে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে তিতাস গ্যাস বিপনন এবং বিতরণের চন্দ্রা জোনাল অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসে ওই কারখানা কর্তৃপক্ষ লাইন বাইপাসের মাধ্যমে অবৈধভাবে গ্যাস সংযোগ দেয়। দীর্ঘদিন ধরে গ্যাস চুরি করে কারখানার কার্যক্রম পরিচালনা করে। বিষয়টি তিতাস গ্যাসের উধ্বর্তন কর্তৃপক্ষের নজরে আসে। পরে বুধবার দুপুরে ওই কারখানার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসময় বাধা দিলে ওই কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার বিনয় চন্দ্র দাস ও তার গাড়ী চালককে আটক করা হয়। পরে আটককৃতদের কালিয়াকৈর থানা পুলিশে সোর্পদ করা হয়েছে। অবৈধ সংযোগ নিয়ে কারখানা কর্তৃপক্ষ প্রায় সোয়া ৪ কোটি টাকা মূল্যের গ্যাস চুরি করেছে। তিতাস গ্যাস বিপনন এবং বিতরণের চন্দ্রা জোনাল অফিসের ব্যবস্থাপক মামুনুর রশিদ জানান, প্রায় সাড়ে ৩ বছর আগে ওই কারখানার বিল বকেয়া থাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে অবৈধভাবে লাইন বাইপাস করে গ্যাস সংযোগ দেয় কারখানা কর্তৃপক্ষ। এতে প্রায় সোয়া ৪ কোটি টাকা মূল্যের গ্যাস ব্যবহার করেছে। পরে অভিযান পরিচালনা করে ওই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে বাধা দিলে কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার ও তার গাড়ী চালককে আটক করে কালিয়াকৈর থানা পুলিশে সোর্পদ করা হয়েছে।