গাজীপুরে লকডাউনে কঠোর অবস্থানে পুলিশ ও বিজিবি
বি এ রায়হান, গাজীপুর: করোনা মহমারি মোকাবেলায় সারাদেশের ন্যায় গাজীপুরেও চলছে সরকার ঘোষিত কঠোর লকডাউন। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া লকডাউন বাস্থবায়নে মাঠ পর্যায়ে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ ও জেলা প্রশাসন। সরজমিনে ঘুরে দেখা যায়, গাজীপুরের প্রতিটি প্রবেশদ্বারে চেক পোষ্ট বসিয়ে তল্লাশি করছে পুলিশ। বিশেষ প্রয়োজনীয় ছাড়া কোন গাড়ি জেলায় প্রবেশ বা বাহির হতে দেওয়া হচ্ছেনা। এছাড়া বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জনসাধারণের চলাচলে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। শিল্প অধ্যুসিত অঞ্চল হওয়ায় সকাল থেকে কর্মজীবী মানুষ পরিবহন সংকটের কারনে ভোগান্তির শিকার হচ্ছেন। বেশির ভাগ পোষাক শ্রমিকরা পায়ে হেঁটে ও রিক্সা বা ইজিবাইকে করে কর্মস্থলে যেতে দেখা গেছে। গনপরিবহন না থাকলেও কিছু এলাকায় সিএনজি, অটো রিক্সা, ইজিবাইক চলতে দেখা গেছে। বন্ধ রয়েছে সকল মার্কেট ও শপিংমল। কাঁচা বাজারগুলো খোলা থাকলেও ক্রেতা সমাগম দেখা যায়নি।