মানবিক সেবায় গাজীপুর মহানগর যুবলীগ
বি এ রায়হান, গাজীপুরঃ মহামারী করোনাভাইরাস এর প্রাদূর্ভাবে সবচেয়ে বেশী যে সঙ্কট দেখেছে বিশ্ববাসী সেটা হলো অক্সিজেন। সেই অক্সিজেন এর সংকট মোকাবেলায় গাজীপুরে জরুরী মানবিক সেবা ফ্রি অক্সিজেন সার্ভিস চালু করেছে গাজীপুর মহানগর যুবলীগ। দুপুরে গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেলের উদ্যোগে তার নিজ বাসভবনে এ সার্ভিসের উদ্বোধন করা হয়। কামরুল আহসান সরকার রাসেল’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অংশ নেন গাজীপুর মহানগর যুবলীগ নেতা মোঃ আতিকুর রহমান খান রাহাত, আফজাল হোসেন সরকার পাভেল, ১৫নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মনির, ২৩নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মোঃ সাখাওয়াত হোসেন, ৪৭নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক মোঃ মনির হোসেন সাগর, ১৫নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ সোহরাব হোসেন, ১৪নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম, ২৭নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ রফিকুল ইসলাম রবি, যুবলীগ নেতা মশিউর রহমান মাসুম, আক্তার সরকার, আনোয়ার পারভেজ প্রমূখ। এসময় কামরুল আহসান সরকার রাসেল বলেন, কোন অসহায় করোনা রোগী যাতে অক্সিজেনের অভাবে না পড়েন সেই জন্য যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনাক্রমে গাজীপুর মহানগর যুবলীগের পক্ষ থেকে নিজ আয়োজনে বিনামূল্যে অক্সিজেন সরবরাহের উদ্যোগ নেয়া হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন ওয়ার্ডে টিম গঠণ করে হটলাইন খোলা হয়েছে। ০১৭১৩৫৯০৩৫৯, ০১৭৫৮২৯৯৯৪৩ নম্বরে ফোন করলেই রোগীর কাছে অক্সিজেন সিলিন্ডার দ্রুত পৌঁছে দেয়া হবে। এ জন্য কাউকে কোন খরচ দিতে হবে না। প্রামিকভাবে ২০টি সিলিন্ডার নিয়ে এ কর্মসূচী শুরু করা হলো। একই সঙ্গে তিনি অনুষ্ঠানে কোরোনা রোগীর জন্য ভিটামিন-সি যুক্ত ফলমূল এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হ্যান্ড স্যানিটাইজার, সাবান, মাস্ক ও প্রয়োজনীয় ওষুধও দেওয়ারও ঘোষণা দেন। তিনি আরো বলেন, গতবছর করোনা শুরু হলে তার কর্মীবাহিনীর সহায়তায় তালিকা তৈরি করে তিনি মহানগরীর ৫৭টি ওয়ার্ডে কর্মহীন ও অসহায় মানুষের ঘরে ঘরে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী ও এলাকাবাসীর মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করেছেন। যা এখনও অব্যাহত রয়েছে।