টঙ্গীতে লকডাউন উপেক্ষা করে চলেছে বিপণি বিতান।
বি এ রায়হান, গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে সরকার ঘোষিত কঠোর লকডাউন উপেক্ষা করে চলছে বিপনি বিতান ও বিধি নিষেধের আওতাভুক্ত দোকানপাট মানা হচ্ছে না সাস্থ্যবিধি। সরজমিনে ঘুরে দেখা যায়, টঙ্গী বাজারের প্রগতি প্লাজা, নবিন প্লাজা, ভাওয়াল বিপনি বিতান, হকার্স মার্কেট, সোনালী অর্কিড সহ সবকটি মার্কেটের বেশীরভাগ দোকান খোলা রয়েছে। এছাড়াও খোলা রয়েছে টঙ্গী বাজারের প্রধান সড়কের দুই পাশের বিধিনিষেধের আওতাভুক্ত বেশীরভাগ দোকানপাট। বিভিন্ন স্থানে পুলিশি তৎপরতা তাকলেও তা মানতে দেখা যায়নি ব্যাবসায়ীদের। টহলরত পুলিশ দোকানপাট বন্ধ করলেও পুলিশ চলে গেলে আবারো দোকান খুলে ব্যাবসা করছেন তারা। এছাড়াও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দোকান বিকেল ৫ টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা থাকলেও সন্ধ্যার পরেও খোলা রয়েছে বেশীরভাগ দোকান। নাম প্রকাশ না করার সর্তে একাদিক ব্যাবসায়ী বলেন, করোনা কালে আমরা চরম ব্যাবসায়িক লোকসানের মধ্যে আছি কর্মচারীদের বেতন দোকান ভাড়া কিছুই দিতে পারছি না এমনকি নিজেদের চলাও দায় হয়ে গেছে। ঈদ উপলক্ষে চড়া সুদে ঋন নিয়ে দোকানে মালামাল তুলেছি যা এখন বিক্রি করতে পারছিনা ঋনের বোঝায় আমরা জর্জরিত। এবিষয়ে কথা হলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাবেদ মাসুদ জানান, দেশের বর্তমান প্রেক্ষাপটে বিধি নিষেধ অমান্য করে দোকানপাট ও বিপনি বিতান খোলা রাখার কোন সুজোগ নেই। দোকানপাট ও বিপনি বিতান বন্ধ রাখতে পুলিশ সচেষ্ট রয়েছে। কেউ বিধিনিষেধ অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।