পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে চড়ে ঢাকায় আসছে গরু-ছাগল।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনে চড়ে ঢাকায় আসছে গরু-ছাগল। কুরবানির পশু পরিবহণের জন্য রেলওয়ে কর্তৃক পরিচালিত ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনে এই গরু-ছাগল আসছে। শনিবার এ ট্রেন সার্ভিস উদ্বোধন করেন রেলওয়ে পশ্চিমাঞ্চল মহাব্যবস্থাপক (জিএম) মিহির কান্তি গুহ। আগামী ১৯ জুলাই পর্যন্ত এই ট্রেন সার্ভিস চলবে। রাজশাহী স্টেশন থেকে এই ট্রেনের উদ্বোধন করা হয়। এদিন বিকাল সাড়ে ৪টায় চাপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসে ট্রেন। রেলওয়ে সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে চারটি ওয়াগনে মোট ৮০টি গরু, রাজশাহী স্টেশন থেকে ১টি ওয়াগনে ২০টি গরু এবং বড়াল ব্রিজ স্টেশনে ১টি ওয়াগনে ১০০টি ছাগল বুক হয়েছে। ভাড়া আদায় হয়েছে ৬৮ হাজার ৩৮০ টাকা। দেওয়ানগঞ্জবাজার স্টেশন ও ইসলামপুর স্টেশন থেকে মোট ৭৩৬টি গরু ও ২০টি ছাগল বুক করে ‘ক্যাটল স্পেশাল’ ট্রেনে পরিবহণ করা হচ্ছে। পশুবাহী ৪৫-৫০টি ওয়াগন রোববার ভোর ৭টার মধ্যে কমলাপুর রেলস্টেশনে পৌঁছাবে।