গাজীপুরে দুই মাথা, চার চোখের গরু বাছুরের জন্ম
বি এ রায়হান, গাজীপুর: গাজীপুরে দুই মাথা ও চোর চোখ নিয়ে একটি বাছুরের জন্ম হয়েছে। সোমবার (১৬ আগস্ট) সিটি করপোরেশনের ২৬ নং ওয়ার্ডের মারিয়াল এলাকায় মোঃ আসলাম উদ্দীন সরকারের খামারে বাছুরটির জন্ম হয়। খামারি আসলাম উদ্দিন সরকার জানান, দুই বছর আগে কিশোরগঞ্জ থেকে ২ লাখ ৪০ হাজার টাকায় হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গাভীটি কিনে লালন পালন শুরু করেন। নয় মাস আগে কৃত্রিম বীজের মাধ্যমে গাভীটি গর্ভধারণ করে। গত তিনদিন আগে গাভীটি দুই মাথা, দুই মুখ ও চার চোখ বিশিষ্ট অদ্ভুত বাছুরটি প্রসব করে। জন্মের পরপরই মায়ের কাছ থেকে বাছুরটিকে আলাদা রাখা হয়েছে। খামারি আরও জানান, তার খামারে একই জাতের আরও ৭/৮টি গরু রয়েছে। ১১মাস আগেও গাভীটি স্বাভাবিকভাবে একটি বাচ্চা প্রসব করেছে। এরপর ওই গাভীটিকে কৃত্রিমভাবে বিজ প্রয়োগ করলে অস্বাভাবিক বাছুরটি জন্ম নেয়। তবে গাভীটি ও বাছুর সুস্থ রয়েছে। এদিকে দুই মাথা ও চার চোখের অদ্ভুত বাছুরটিকে দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ আসলাম উদ্দিনের খামারে ভিড় করছে। মারিয়াল এলাকার বাসিন্দা মাহফুজ বলেন, বাড়ির পাশেই খামারটি। তিনদিন আগে অদ্ভুত বাছুরটি জন্ম নেয়ার পর বিভিন্ন এলাকা থেকে বন্ধুরা দেখতে আসছে। এরকম বাছুর আগে কখনও দেখিনি। বাছুরটি দেখতে খুবই কোমল ও সুন্দর। গাজীপুর সিটি করপোরেশনের ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হান্নান মিয়া হান্নু জানান, খবর শোনার পরপরই বাছুরটি দেখতে গিয়েছিলাম। বাছুরটি খুব বেশি নাড়াচাড়া করতে পারে না। বাছুরটিকে এক নজরে দেখতে ওই বাড়িতে প্রচুর মানুষ ভিড় করছে। কৃত্রিম প্রজনন কর্মী পশু চিকিৎসক সোলায়মান হোসেন বলেন, আগে থেকেই গাভীটি তাদের তত্ত্বাবধানে ছিলো। নয় মাস দশদিন আগে গাভীটিকে প্রজনন বীজ দেওয়া হয়। স্বাভাবিক সময়ের মধ্যে গাভীটি বাচ্চা প্রসব করেছে। কিন্তু বাছুরটি প্রতিবন্ধী হওয়ার কারণে এমনটা হয়েছে। তিনি বলেন, গাভী ও বাছুরটি সুস্থ আছে। বাছুরটিকে দুধ ছাড়াও স্যালাইন ও পাওয়ারজেল খাওয়ানো হচ্ছে। তবে মাথা ভারী হওয়াতে বাছুরটি দাঁড়াতে পারছেনা।