জাপানের শততম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ফুমিও কিশিদা
জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) নেতৃত্বের দৌঁড়ে জেতা ফুমিও কিশিদা দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। ৬৪ বছর বয়সী কিশিদা আজ বুধবার রান অফে প্রতিদ্বন্দ্বী ভ্যাকসিনমন্ত্রী তারো কোনোকে পরাজিত করেন। তারো কোনোকে কিছুদিন ধরে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী বলে বিবেচনা করা হচ্ছিল। পার্লামেন্টে এলডিপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলীয় নির্বাচনে জয়ী ব্যক্তিই জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন বলে ধরে নেওয়া হয়। বিবিসির প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী হিসেবে ফুমিও কিশিদার প্রথম মিশন হবে এলডিপিকে আসন্ন সাধারণ নির্বাচনে বিজয়ের দিকে নিয়ে যাওয়া। দেশটির জনগণের বিরোধিতা সত্ত্বেও দলটি টোকিও অলিম্পিকের আয়োজক হওয়ার জন্য ধাক্কা খেয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, কিশিদা ২৫৭ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী ভ্যাকসিনমন্ত্রী তারো কোনোকে পরাজিত করেন। কোনো ১৭০ ভোট পান, যাকে গত কিছুদিন ধরে সবচেয়ে জনপ্রিয় প্রার্থী বলে বিবেচনা করা হচ্ছিল। নতুন প্রধানমন্ত্রীকে মহামারি পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার এবং উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলাসহ বিভিন্ন কঠিন সমস্যার মুখোমুখি হতে হবে।