বাংলাদেশকে আরও ২৫ লাখ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র থেকে আগামী সপ্তাহের শুরুর দিকে ফাইজার-বায়োএনটেকের আরও ২৫ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ। শুক্রবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা এ তথ্য জানান। খবর এএফপির। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভ্যাক্সের আওতায় করোনা মোকাবিলায় আরও ৮০ লাখ ডোজ টিকা ফিলিপাইন ও বাংলাদেশকে দেওয়া হবে। এর মধ্যে বাংলাদেশ পাবে ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ, যা আগামী সপ্তাহের শুরুর দিকে বাংলাদেশে আসবে। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ ইতোমধ্যে কয়েক লাখ টিকা পেয়েছে। এর মধ্যে গত সোমবার পেয়েছে ২৫ লাখ টিকা। কিন্তু বাংলাদেশ ইতোমধ্যে মাত্র ১০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে পেরেছে। আর ফিলিপাইন তাদের এক-চতুর্থাংশ প্রাপ্ত বয়স্ক মানুষকে পূর্ণ ডোজ টিকা দিয়েছে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ লাখ এবং মারা গেছেন ৩৮ হাজারের বেশি মানুষ।