'সাম্প্রদায়িক অপশক্তি রুখতে মাঠে থাকবে আ.লীগ' ওবায়দুল কাদের।
DESK NEWS 4TV: সাম্প্রদায়িক অপশক্তিকে রুখতে শেষ পর্যন্ত মাঠে থাকবে আওয়ামী লীগ। সকালে 'সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা' কর্মসূচি থেকে এ ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউর দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে দলটি। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ রাজপথ ছাড়েনি। সাম্প্রদায়িক অপশক্তি রুখতে শেষ পর্যন্ত মাঠে থাকবে দলের নেতাকর্মীরা।’ তিনি আরও বলেন, ‘নির্বাচন সামনে। আন্দোলনে ব্যর্থ, নির্বাচনে ব্যর্থ বিএনপি আজকে সাম্প্রদায়িক শক্তিকে উসকে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আমরাও জানি কারা এদের ফান্ডিং করছে। কাদের রাজনৈতিক উসকানিতে এই অপশক্তি আজ মাথাচাড়া দিয়ে উঠেছে।' ওবায়দুল কাদের বলেন, 'যারা আজকে দেশে সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়াচ্ছে তাদের ভুলে যাওয়া উচিত নয় এই দেশে যত মুসলমান, তার চেয়ে বেশি মুসলমান প্রতিবেশী দেশ ভারতে আছে। এখানে মাইনরিটিকে যদি আমরা ঝুঁকির মুখে ঠেলে দিই, ভারতে আমাদের চেয়ে বেশি সংখ্যক মুসলমান তাদের জীবন ও জানমাল নিয়ে ঝুকিঁর মধ্যে পড়বে। তাদের কথা আমাদের ভাবতে হবে।’ এ সময় যে কোনও মূল্যে দেশের হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য সমুন্নত রাখার জন্য দেশবাসীর প্রতি আহ্বানও জানান ওবায়দুল কাদের। এর আগে, সোমবার সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে অনির্ধারিত জরুরি সভা শেষে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্ত হন।