ক্ষতি পোষাতে ঋণসহায়তা চান মুন্সিগঞ্জে ছোট উদ্যোক্তরা
করোনায় দীর্ঘ সময় বন্ধ থাকার পর মুন্সিগঞ্জের ছোট পোশাক কারখানাগুলোয় পুরোদমে কাজ শুরু হয়েছে। ক্ষতি পুষিয়ে নিতে স্বল্প সুদে ঋণের পাশাপাশি সরকারি সহায়তা চান উদ্যোক্তরা। এদিকে, নিয়মিত বেতন-ভাতা না পাওয়ার অভিযোগ করেছেন শ্রমিকরা। মুন্সিগঞ্জে প্রায় ৩ হাজার ছোট পোশাক কারখানা আছে। যেখানে কাজ করেন প্রায় ২০ হাজার মানুষ। করোনায় ক্ষতিগ্রস্ত এই খাতের সঙ্গে জড়িতরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। আসন্ন শীত মৌসুমকে সামনে রেখে এসব কারখানায় কর্মতৎপরতা বাড়লেও নিয়মিত বেতন ভাতা না পাওয়ার অভিযোগ কর্মীদের। কর্মীরা বলেন, ‘দীঘ সময় লকডাউনের কারণে কারখানার মালিকদের অনেক লোকসান হয়েছে। উৎপাদিত পণ্য বিক্রি করতে পারেনি। তিন হাজার টাকার পণ্য তিনশ' টাকায়ও বিক্রি করতে পারেনি। সব অবিক্রীত রয়ে গেছে। স্টাফদের বেতন-বোনাস দিতে পারেনি।' কাঁচামালের দাম বাড়ায় বিপাকে উদ্যোক্তরা। ক্ষতি পুষিয়ে নিতে স্বল্প সুদে ঋণের পাশাপাশি সরকারি সহায়তা চান তারা। কয়েকজন উদ্যোক্তা বলেন, ‘কাপড়ের দাম বাড়ছে, সুতার দাম বাড়ছে। সরকার আমাদের যদি সহজ শর্তে ঋণ দেয় তাহলে ব্যবসা এগিয়ে নেয়া সম্ভব’। তবে ব্যবসায়ীদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন বিসিক কর্মকর্তা। মুন্সিগঞ্জ বিসিক কার্যালয়ের উপ-ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল্লাহ জানান, ‘কোভিড পরবর্তীতে যারা ঘুরে দাঁড়াতে চাই। তাদের প্রণোদনার জন্য বিসিকের নিজস্ব তহবিল হোক বা প্রণোদনা প্যাকেজ হোক তারা যদি যথাযথভাবে আবেদন জানায় তাহলে আমরা তাদের স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করতে পারি’।