কপিরাইট: বাংলালিংকের বিরুদ্ধে নগর বাউল ও মাইলসের মামলা
DESK NEWS 4TV অনুমতি ছাড়া গান ব্যবহারের অভিযোগে জনপ্রিয় ব্যান্ড দল ‘নগর বাউল’ ও ‘মাইলস’ এর করা কপিরাইট আইনের দুই মামলায় মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছে আদালত। অনুমতি ছাড়া গান ব্যবহারের অভিযোগে জনপ্রিয় ব্যান্ড দল ‘নগর বাউল’ ও ‘মাইলস’ এর করা কপিরাইট আইনের দুই মামলায় মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছে আদালত। ঢাকার মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ বুধবার বাংলালিংকের প্রধান নির্বাহী এরিক অসসহ ওই পাঁচ কর্মকর্তাকে আগামী ৩০ নভেম্বর আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন। বাকি চারজন হলেন- বাংলালিংকের চিফ কমপ্লেইন্স অফিসার নুরুল আলম, চিফ ডিজিটাল অফিসার সঞ্জয় ভাগাসিয়া, চিফ কর্পোরেট রেগুলেটরি অফিসার তৈমুর রহমান ও হেড অফ ভাস (ভ্যালুয়েডেড সার্ভিস) অনিক ধর। কোনো ধরনের অনুমতি না নিয়েই ব্যান্ড দুটির জনপ্রিয় কিছু গান বাংলালিংকের ওয়েলকাম টিউন এবং বিজ্ঞাপনসহ বিভিন্ন মাধ্যমে ব্যবহার করা হচ্ছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।