আগামী ডিসেম্বর থেকে সব কোর্ট শারীরিক উপস্থিতিতে: প্রধান বিচারপতি
DESK NEWS 4TV প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন জানিয়েছেন . আগামী ডিসেম্বর থেকে শারীরিক উপস্থিতিতে সব আদালত খুলে দেওয়া হবে। বুধবার (১০ নভেম্বর) আপিল বিভাগের এক মামলার শুনানিতে এ কথা জানান তিনি। প্রধান বিচারপতি বলেন, আগামী ডিসেম্বর থেকে ফিজিক্যাল (শারীরিক উপস্থিতিতে) কোর্ট খুলে দেবো। তবে, ভার্চ্যুয়াল কোর্টে কাজ হয় ডাবল। ধরুন, এখন আমাদের অ্যাটর্নি জেনারেলকে প্রয়োজন। তখন তিনি এনেক্স বিল্ডিংয়ে, তার আসতে আসতে ১৫ মিনিট সময় নষ্ট। আর ভার্চুয়ালি হলে অ্যাটর্নি জেনারেল একই চেয়ারে বসে থাকেন, জাস্ট টিপ দিয়ে দেন। আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সবাই ফিজিক্যাল কোর্টের ভক্ত। ডিসেম্বর থেকে আমি সব ফিজিক্যাল কোর্ট খুলে দেবো। তাছাড়া আপিল বিভাগের সব আইনজীবী বয়স্ক, যাদের অধিকাংশের বয়স ৭০ এর বেশি। ওনারা যখন বাসায় থাকেন তখন কোনো সময় নেন না। ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম নিজের বেডরুম থেকে শুনানি করেন।’ সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, লন্ডন, আমেরিকা থেকেও আইনজীবীরা শুনানিতে অংশ নেন উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, এরকম অনেকেই আছেন। অ্যাটর্নি জেনারেলও দেশের বাইরে থেকে শুনানি করেছেন। করোনা মহামারির শুরু হওয়ার পর থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যক্রম ভার্চুয়ালি চলে আসছিল। তবে, হাইকোর্ট বিভাগ শুরুতে ভার্চুয়ালি ছিলো। এখন উভয় (ভার্চুয়াল ও শারীরিক) পদ্ধতিতে চলছে।