গাজীপুরে পৃথক দুটি স্থানে তুলার গুদামে অগ্নিকান্ড।
বি এ রায়হান, গাজীপুরঃ গাজীপুরে পৃথক দুটি স্থানে তুলার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ১৬ নভেম্বর সন্ধ্যায় টঙ্গীর বড় দেওড়া মাইনউদ্দিন মার্কেট এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে, বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয় বলে নিশ্চিত করছেন গুদাম মালিক আব্দুল আজিজ। তিনি আরো জানান, বিকেল থেকে গুদামে বৈদ্যুতিক গোলযোগ দেখা দিলে বারবার ডেসকোতে জানানো হলেও তারা কোন ব্যবস্থা গ্রহন করেনি। পড়ে সন্ধা ৭ টার কিছু সময় পর শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় পৌনে ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় গুদামের ভিতরে থাকা মালামাল ও মেশিনপত্র পুড়ে যায়।অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি এঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। অপর দিকে বিকেল ৪টার দিকে গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকায় ইউটা স্পিনিং মিলের তুলার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ তাশারফ হোসেন জানান, মনিপুর বাজার এলাকায় ইউটা স্পিনিং মিলের তুলার গুদামে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে জয়দেবপুর ও শ্রীপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে ওই কারখানার টিনশেডের তৈরি গুদাম ও তুলা পুড়ে গেছে। তাৎক্ষণিক অগ্নিকান্ডের কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।