টঙ্গীতে যানজট মুক্ত গাজীপুরের দাবীতে মানববন্ধন
বি এ রায়হান, গাজীপুরঃ টঙ্গীতে যানজট মুক্ত গাজীপুরের দাবীতে মানববন্ধন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক বাংলাদেশ সোসাইটি টঙ্গী পূর্ব থানা শাখা। শুক্রবার সকালে নগরীর এরশাদনগর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানবিক বাংলাদেশ সোসাইটি টঙ্গী পূর্ব থানা শাখার সমন্নয়ক সরদার মনির হোসেনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম অমি,রিয়াজুর ইসলাম বাবু,কামল মিয়া,আরিফুল ইসলাম, রিদয়,আকাশ, মোঃ শান্ত প্রমুখ এসময় বক্তারা বলেন, এসময় বক্তব্য কালে বক্তৃতারা বলেন,গাজীপুরে যে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি)এর মেগা প্রকল্প চলছে তা অত্যন্ত ধীরগতিতে চলছে। যার ফলে আবদুল্লাহপুর থেকে চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ যানজট তৈরি হয় প্রতিনিয়ত। দ্রুত সময় ঢাকার সাথে গাজীপুর সহ আসপাশের ৩৭ জেলার মানুষের সাথে যোগাযোগ করার জন যে মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে সেই প্রকল্পই এখন যাত্রী সাধারণের দুর্ভোগের মূল কারণ হয়ে দারিয়েছে। অতি দ্রুত এই প্রকল্পের কাজ শেষ না হলে সাধারন মানুষের দুর্ভোগের কমতি থাকবে না। কার্যকর পরিকল্পনা গ্রহন করে দ্রুত সময়ের মধ্যে গাজীপুরকে যানজট মুক্ত করার দাবী জানাচ্ছি।