টঙ্গীতে এলপিজি গ্যাসবাহী ট্যাংক লরী চাপায় নিহত ১
বি এ রায়হান, গাজীপুরঃ গাজীপুরের টঙ্গীতে এলপিজি গ্যাসবাহী ট্যাংক লরী চাপায় অজ্ঞাত ব্যাক্তি নিহত হয়েছেন। এঘটনা ঘাতক ট্যাংক লরীটি করেছে পুলিশ। নিহত ব্যাক্তির পরনে ছিল নীল রং এর হুডি জ্যাকেট ও ছাই কালারের প্যান্ট। বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর সন্ধ্যায় নগরীর টঙ্গী কামারপাড়া সংযোগ সড়কে এই দূর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি শিল্প প্রতিষ্ঠানের এলপিজি গ্যাসবাহী ট্যাংক লরী বিশ্ব এজতেমা মাঠ সংলগ্ন টঙ্গী কামারপাড়া সংযোগ সড়ক হয়ে রাজধানীর দিকে যাওয়ার পথে অজ্ঞাত পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। একই প্রতিষ্ঠানের অপর গাড়িচালক আব্দুর রহিম জানায়, কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে এলপিজি গ্যাস আনলোড করে খালি তিনটা গাড়ি মংলা বন্দরের উদ্দেশ্যে রওনা হন পতিমধ্যে এই দূর্ঘটনা ঘটে। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ব্যাক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিক ভাবে তাকে মাদকাসক্ত বলে ধারনা করা হচ্ছে। তার পরিহিত পোষাকের পকেট থেকে মাদক সেবনের আলামত পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।