টঙ্গীতে আনন্দঘন পরিবেশে শিক্ষা প্রতিষ্টানে পিঠা উৎসব।
বি এ রায়হান, গাজীপুরঃ গাজীপুরের টঙ্গী হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুলে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। করোনা মহামারির কারণে ঘরবন্দি থাকায় একঘেঁয়েমি থেকে প্রাণচাঞ্চল্যে ফিরিয়ে আনতে এউদ্যোগ হাতে নিয়েছে হাজী কছিমউদ্দিন ফাউন্ডেশন। সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত চলে পিঠা উৎসব। বৃহস্পতিবার ৬ জানুয়ারি সকালে টঙ্গী হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক-অভিভাবিকাদের সমন্বয়ে উৎসবমুখর পরিবেশে পিঠা খাওয়া শুরু হয়। পিঠা উৎসব উদ্বোধন করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার এম এম হেলাল উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা কাজী মোহাম্মদ সেলিম, ৫৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এম এম জালাল মাহমুদ, বিজয়বাংলা ডটকমের প্রধান সম্পাদক পীরজাদা নোয়াব আলী, আওয়ামীলীগ নেতা সেলিম হোসেন, সৈকত পাঠান, যুবলীগ নেতা সোহেল আরমান, জোবায়ের আহমেদ রিফাত, সোহাগ ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিফট ইনচার্জ এসকেএম নজরুল ইসলাম, সিনিয়র শিক্ষক আব্দুল বারী, নাসির উদ্দিন, নাজমুল আলম, আব্দুস সাত্তার, মাসুদুর রহমান, মো. জাকির হোসেন, সিদ্দিকুর রহমান, আসাদুর রহমান, শাহাদৎ হোসেন, মেহেদুল হক, নূর মোহাম্মদ চঞ্চল, সোহেল রানা, বিপুল কুমার, রাজিয়া পারভীন, শারমিন আক্তার, মাহমুদা নাসরিন, শারমিন সুলতানা সোনিয়া, জিন্নাতারা নিপা, নাসির তাহসিন, পারভেজ হোসেন প্রমুখ। শিক্ষার্থী কাজী সাবিহা আলম ঐশী বলেন, হাজী কছিমউদ্দিন পাবলিক স্কুলের পিঠা উৎসব মিলন মেলায় পরিণত হয়েছে। এতে শতশত শিক্ষার্থী, অভিভাবক-অভিভাবিকা অংশ নিয়েছেন। সপ্তম শ্রেণির ছাত্র তাহসিনের অভিভাবক মো. জাকির হোসেন বেপারী বলেন, দীর্ঘদিন করোনার কারণে আমরা ছেলে মেয়েদের ঘর থেকে খুব বেশি বের হতে দেইনি। স্কুল কর্তৃপক্ষের পিঠা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা আনন্দে মেতে উঠেছে। তাদের আনন্দ-উল্লাস দেখে আমাদেরও ভালো লাগছে।