টংগীতে আইকেইউ বাংলাদেশ এর ব্লাক বেল্ট প্রদান
বি এ রায়হান, গাজীপুরঃ ইন্টারন্যাশাল কারাতে ইউনিয়ন (আইকেইউ) বাংলাদেশ এর শিক্ষার্থীদের ব্লাক বেল্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ২১ জানুয়ারি সকালে টংগীর হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আইকেইউ বাংলাদেশের সভাপতি মো: গোলাম সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের প্রতিষ্ঠাতা ও টংগী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কারাতে ফেডারেশনের অর্থ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ, আইকেইউ বাংলাদেশ এর প্রশিক্ষক জামাল উদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল কারাতে ইউনিয়নের সাধারণ সম্পাদক সেনসি আব্দুল্লাহ আল মামুন। এ ছাড়া বক্তব্য রাখেন, হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মো. আবদুস সালাম, জাহিদ হাসান, সাজ্জাদ নাদিম সাজু, জসিম উদ্দিন, সাঈদ মাহমুদ ও বুলবুল আহম্মেদ। অনুষ্ঠানে ব্লাক বেল্টপ্রাপ্ত ১২ শিক্ষার্থীকে বহুল প্রত্যাশিত ব্লাক বেল্টসহ সনদপত্র ও আইডি কার্ড প্রদান করা হয়। ব্লাক বেল্টপ্রাপ্ত শিক্ষার্থীরা হচ্ছেন,ওমর ফারুক, আল ওয়াসি, মেহেদী হাসান শান্ত, আলাল মিয়া, শাহরিয়ার আহমেদ সিয়াম, জিসান আহমেদ স্বাধীন, সাইফুল ইসলাম ইশতিয়াক, সিজান বাবু, বোরহান উদ্দিন, সুমাইয়া আক্তার রিতু, আল আমিন, হোসাইন আহমেদ জিহাদ।