গাজীপুরে শ্রমিক পুলিশ সংঘর্ষ পুলিশসহ আহত ৩০
বি এ রায়হান, গাজীপুরঃ গাজীপুরের গাছা থানাধীন কুনিয়া তারগাছ এলাকার নাসা গ্রুপের লিজা কমপ্লেক্স কারখানা বন্ধ ঘোষণা করাকে কেন্দ্র করে বিক্ষোভ করে কারখানা শ্রমিকরা। গতকাল শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে কারখানা ফটকের আশেপাশে শ্রমিকরা বিক্ষোভ শুরু করলে পুলিশ শ্রমিকদের উপর লাঠিচার্জ, টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। শ্রমিকরা জানান, নতুন বছরের শুরু থেকে বিভিন্ন দাবী নিয়ে কারখানা কতৃপক্ষের সাথে শ্রমিকরা বার বার কথা বলে আসছে এমন অবস্থায় গত ২৬ জানুয়ারি ওই কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে শ্রমিকরা আতংকিত হয়ে কর্মস্থল থেকে ফ্যাক্টরির কম্পাউন্ডে অবস্থান করেন। পরে ফ্যাক্টরির নির্বাহী পরিচালক খন্দকার মোশাররফ হোসেন মারমুখী আচরণ করে পুনরায় কারখানায় কাজে যোগ দিতে বলেন। এমনকি বেশ কিছু শ্রমিককে নির্বাহী পরিচালক গালাগালি ও মারধর করে। একপর্যায়ে শ্রমিকরা কারখানা নির্বাহী পরিচালককে উপেক্ষা করে ক্ষিপ্ত হয়ে ফ্যাক্টরি থেকে বের হয়ে যায়। পরদিন ফ্যাক্টরিতে কাজে যোগ দিতে আসেলেও দিন ভর কোনরকম নির্দেশনা না পেয়ে অলস সময় কাটিয়ে শ্রমিকরা বিকেল ৫টার দিকে বাড়ি ফিরে যায়। শুক্রবার সাপ্তাহিক ছুটি শেষে শনিবার কাজে যোগ দিতে এসে কারখানার প্রধান ফটকে বন্ধের নোটিশ ও শিল্প পুলিশ মোতায়ন দেখতে পাই। পরে কারখানা খুলে দেওয়ার দাবিসহ বিভিন্ন দাবীতে আন্দোলন শুরু করে শ্রমিকরা। এসময় পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ ও লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এঘটনায় প্রায় ৩০জন শ্রমিকসহ পুলিশ আহত হয়। গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, কারখানাটি বন্ধ করে দেওয়ার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে গেলে পুলিশ লাঠিচার্জ করে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।