গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদককে অব্যাহতি
বি এ রায়হান, গাজীপুরঃ গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে বরখাস্ত ও আওয়ামী লীগ থেকে আজীবন বহিস্কার হওয়া জাহাঙ্গীর আলমের পক্ষে মিছিল করায় এবার পদ হারালেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাজী মনিরুজ্জামান মনির। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অব্যাহতির এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাজী মনিরুজ্জামান মনিরের কার্যক্রমে দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক (গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৩৪ এর- গ উপধারা অনুযায়ী) সংগঠনের সভাপতি নির্মল রঞ্জ গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু'র নির্দেশক্রমে তাকে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এর দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো। এর আগে গত ২৪ ডিসেম্বর হাজী মনিরুজ্জামান মনিরকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। নোটিশে সংগঠনের নীতি, আদর্শ ও গঠনতন্ত্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে সাত দিনের মধ্যে সেসব অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়। অব্যাহতি পাওয়ার পর হাজী মনিরুজ্জামান মনিরের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।