টঙ্গীতে পূর্ব শক্রতার জেরে মুরগির খামারে হামলা
টঙ্গী প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরধরে মুরগি খামারে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এসময় খামারে থাকা দেড় শতাদিক মুরগিকে পিটিয়ে হত্যা করা হয়। এঘটনায় খামারের মালিক পারুল প্রতিবাদ করলে দুর্বৃত্তরা তার উপরে হামলা চালিয়ে স্বর্ণালঙ্কার ও টাকা পয়সা লুট করে নিয়ে যায়। এঘটনায় ভুক্তিভোগী বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন। আসামীরা হলেন, টঙ্গীর এরশাদ নগর এলাকার কাজী লাকি বেগম(৪৫) তার স্বামী কাজল বাদশা (৪৮) ও ছেলে আল আমিন। মামল সূত্রে জানা যায়, ১৫ ফেব্রয়ারী ২২ইং তারিখ টঙ্গীর এরশাদ নগর ১নং ব্লক বেরিবাঁধে পারুলের মুরগীর খামারে থেকে একটি মুরগি আসামী লাকি বেগমের বাসায় গেলে কাজল বাদশা ও আল আমিনসহ পূর্ব শক্রতার জেরে মুরগিটিকে পিটিয়ে মেরে ফেলে। ঘটনার প্রতিবাদ করলে মাদক ব্যবসায়ী, মাদকের ডিলার, নেশাখোর নরনারী পাচারকারী, ভূমিদস্যু, চোর ছিনতাইকারী ও ভয়ষ্কর সন্ত্রাসী কাজল বাদশা, আল আমিন ও লাকি ক্ষিপ হয়ে পারুল বেগমকে মারধর করে। পারুল এর সাথে থাকা এক ভরি স্বর্ণের চেইন, কানের দুল ও স্বর্ণের আংটিসহ সাথে থাকা নগর ৫০ হাজার টাকা নিয়ে চলে যায়। এসময় সন্ত্রাসীরা মুরগীর খামারে প্রবেশ করে খামারে থাকা আরো প্রায় ৩৫হাজার টাকার ১৫০টি মুরগি হকিষ্টিক দিয়ে এলোপাথারী পিটাইয়া মেরে ফেলে। এঘটনায় ভুক্তভোগী পারুল বাদী হয়ে গাজীপুর আদালতে সি.আর-মামলা দায়ের করেন, মামলা নং-১২১/২০২২। বিজ্ঞ আদালত গাজীপুর সিআইডিকে তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রধান করেন।