তদন্ত প্রায় শেষ প্রতিটি টাকার হিসাব দিতে হবে- গাসিক মেয়র
বি এ রায়হান, গাজীপুরঃ গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র(ভারপ্রাপ্ত) আসাদুর রহমান কিরণ বলেন, কথাবার্তা হিসাব করে বলবেন, সিটি কর্পোরেশনের অর্থ কিভাবে গাজীপুরের বাহিরে দেওয়া হয়েছে এগুলোর জবাব আপনাকে দিতে হবে। আপনি জবাবের জন্য প্রস্তুত হন। তদন্ত কমিটির কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। আমরা যতটুকু জেনেছি অল্পসময়ের মধ্যে তদন্ত রির্পোট প্রকাশ হলে সমস্ত জিনিসগুলো আপনারা জানতে পারবেন। সোমবার বিকেলে টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রীগের সভাপতি কাজী মনজুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার রফিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের উপ পুলিশ কমিশনার ইলতুৎ মিশ, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হাসিবুল আলম, টঙ্গী সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. সুফিয়া বেগম, শিক্ষক পরিষদের সম্পাদক ড. আবুল কালাম। আরো উপস্থিত ছিলেন, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কে এম নাছির, স্থানীয় কাউন্সলর নাছির মোল্লা, ৪৬ নং ওয়ার্ড কাউন্সির নুরুল ইসলাম নুরু, হাজী হাসান উদ্দিন, তানজিদুল ইসলাম তামিম, শ্রাবন বেপারী অপু প্রমুখ।