টঙ্গীতে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা ও মামলা
বি এ রায়হান, গাজীপুরঃ গাজীপুরের টঙ্গীতে অবৈধভাবে সয়াবিন তেল মজুতের মাধ্যমে কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে অভিযান পরিচালনা করে দুই প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা ও একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার বেলা ২ টার দিকে স্থানীয় টঙ্গী বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। এ সময় মজুদকৃত সয়াবিন তেলের দোকান বন্ধ থাকার অপরাধে মোমিন এন্ড ব্রাদার্সের মালিক নুরুল হকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। একই সময় ধার্যমূল্যের চেয়ে অধিক মূল্যে তেল বিক্রি করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাহের এন্ড সন্সকে ১লাখ টাকা ও নোয়াখালী বাণিজ্য বিতানকে ১লাখ টাকা জরিমানা করেন। এপিবিএন পুলিশের সহায়তায় এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা অফিস প্রধান ও গাজীপুর জেলার সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল জব্বার মন্ডল। জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা এতে অংশ নেন।