নওগাঁর পোরশায় বোরো ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
DESK NEWS 4TV নওগাঁর পোরশায় বোরো ধান কাটার সময় বজ্রপাতে নুহ শেখ (৫৫) ও আবু সায়েম (৩৫) নামে দুজন কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মে) সকাল ১০টার দিকে পোরশার পুনর্ভবা নদীর পাশে ধানক্ষেতে এ ঘটনা ঘটে। নুহ শেখ পশ্চিম রঘুনাথপুর টেকঠা গ্রামের মৃত আরশাদ আলীর ছেলে ও সায়েম পশ্চিম দুয়ারপাল ইসলামপুরের নুহুল ইসলাম মিস্ত্রির ছেলে। জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে প্রবল বৃষ্টির মধ্যে নুহ শেখ রঘুনাথপুর ও সামাদ পশ্চিম দুয়ারপাল এলাকায় পুনর্ভবা নদীর পাশে বোরো ধান কাটছিল। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত ঘটলে ধানক্ষেতেই তাদের মৃত্যু হয়। অপরদিকে একই সময় মাঠে ছাগল চরানো অবস্থায় জাহানারা বেগম নামে এক মহিলাসহ আরও দু’জন আহত হয়েছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। আহতদের তাৎক্ষণিক পোরশা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত জাহানারা পোরশা উপজেলা সদর নিতপুর বাঙ্গালপাড়া গ্রামের আবদুর রাজ্জাকের স্ত্রী বলে জানা গেছে। পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বজ্রপাতের ঘটনায় দুজনের মৃত্যুর কথা জানিয়েছেন।