নকলায় কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষন কোর্সের উদ্বোধন
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি: ‘‘দক্ষ যুব সমৃদ্ধি দেশ,বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়াং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়) শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের দুই মাস মেয়াদী কম্পিউটার বেসিক ও নেটওয়ার্কিং প্রশিক্ষন কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এ কোর্সের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তর শেরপুরের উপ-পরিচালক নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব মো. মকবুল হোসেন প্রমুখ।