টঙ্গী বিসিকে পোষাক কারখানায় কর্মবিরতি
বি এ রায়হান, গাজীপুরঃ শিল্প নগরী টঙ্গীর বিসিক এলাকায় নর্দান কর্পোরেশন লিঃ নামক একটি পোষাক কারখানায় কর্মবিরতি পালন করছে কর্মরত শ্রমিকরা। গত ৪ জুন সকাল থেকে বিভিন্ন দাবীতে কর্মবিরতি পালন করছে তারা। জানা যায়, বিগত ১৯ মে উৎপাদন সক্ষমতার চেয়ে কাজের অপ্রতুলতা, কমপ্লায়েন্স প্রতিপালন করতে না পারা, নিয়ন্ত্রণ বহির্ভূত পরিস্থিতি সৃষ্টি হওয়াসহ বিভিন্ন কারনে আর্থিক লোকসানের সম্মুখীন হাওয়ায় পোশাক কারখানার সকল কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের ছাঁটাই করার নোটিশ প্রদান করে কর্তৃপক্ষ। নোটিশে জানানো হয়, আগামী ১৮ জুলাই থেকে ২৫ জুলাই এর মধ্যে বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী সকল পাওনাধি পরিষোধ করে আগামী ২৬ জুলাই থেকে কারখানাটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ । কর্মরত শ্রমিকরা জানায়, কারখানা কর্তৃপক্ষ শ্রম আইনের ২০ ধারা মোতাবেক দেনা পাওনা পরিশোধ করার কথা বলছে। আমরা দীর্ঘদিন যাবত এ প্রতিষ্ঠানে কাজ করছি। আমাদের পাওনাদি পরিশোধ করতে হলে অবশ্যই শ্রম আইন এর ২৬ ধারা মোতাবেক পরিশোধ করতে হবে। কারখানার প্রশাসনিক কর্মকর্তা রেজাউল জানান, অর্ডার কম থাকায় প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ লোকসান দিয়ে আসছিল। এ অবস্থায় আগামী ১৮ জুলাই থেকে ২৫ জুলাই এর মধ্যে সকল পাওনা পরিশোধ করে ২৬ জুলাই থেকে কারখানা বন্ধের নোটিশ প্রধান করা হয়। যা শ্রমিকরা মেনে নিয়েছিল। স¤প্রতি একটি শ্রমিক সংগঠনের উস্কানিতে শ্রমিকরা কর্মবিরতি পালন করছে।