টঙ্গীতে রেললাইনের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ
বি এ রায়হান গাজীপুরঃ গাজীপুরের টঙ্গীর বউবাজার এলাকায় রেললাইনের পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার সকাল থেকে চলা এ অভিযানে প্রায় সহস্রাধিক স্থাপনা, দোকানপাট ও বসতবাড়ী উচ্ছেদ করা হয়েছে। এ অভিযানে নেতৃত্বদেন রেলওয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শফিউল্লাহ ও গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান। এসময় জেলা পুলিশ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী, আনসারসহ রেলওয়ের কর্মকর্তাবৃন্দ উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন। এলাকার কয়েকজন বাসিন্দা জানান, বহু বছর ধরে আমরা এলাকায় বসবাস করে আসছি। আমাদের থাকার জায়গা নেই। এক সাপ্তাহ আগে আমাদেরকে মাইকিং করে জানিয়েছে। কিন্তু আমরা কোথায় যাবো। এই উচ্ছেদের কারণে আমরা প্রায় তিন হাজার পরিবার বাস্তুহারা হলাম। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমাদের আকুল আবেদন আমাদের বাসস্থানের ব্যবস্থা করা হোক।